পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

TMCP slams Suvendu: 'লোডশেডিং বিধায়ক' বলে শুভেন্দুকে কটাক্ষ তৃণমূল ছাত্র পরিষদের - কলকাতা হাইকোর্ট

By

Published : Nov 17, 2022, 7:24 PM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

বেলুড়ের লালবাবা কলেজের সামনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। ছাত্ররা বিরোধী দলনেতাকে 'লোডশেডিং বিধায়ক' বলে কটাক্ষ করেন । তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দেন । সম্প্রতি, শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । এরপর এই ঘটনাকে কেন্দ্র করে জল গড়ায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । ছাত্রদের বিরুদ্ধে মামলা করা হয় ৷ তারই প্রতিবাদে বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা । তাঁদের দাবি, যদি বিরোধী দলনেতা (Opposition Leader) আইনের পথে যায় তাহলে তাঁরাও আইনকে বিশ্বাস করেন । আর এভাবেই তাঁরা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details