Mimicry of Udayan Guha: মন্ত্রী উদয়নের সামনেই তাঁকে নকল করে ভাইরাল দিনহাটার তৃণমূল কর্মী অর্ঘ্য - উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
বিতর্কিত বক্তব্যের জন্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ কখনও দুয়ারে প্রহারের কথা বলেন, তো কখনও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের চুল-দাড়ি উপড়ে ফেলার হুমকি দিয়ে হইচই ফেলে দেন ৷ এবার তাঁকেই মিমিক্রি করে ভাইরাল হলেন উদয়ন-ঘনিষ্ঠ তৃণমূল কর্মী অর্ঘ্যকমল সরকার । মন্ত্রীর সঙ্গে থাকতে থাকতে এবং বিভিন্ন সভায় তাঁর বক্তব্য শুনতে শুনতে উদয়ন গুহকে নকল করার চেষ্টা করতে থাকেন তৃণমূল কর্মী । দিনহাটা শহরের বাসিন্দা অর্ঘ্যকমল সরকার পেশায় দিনহাটা কলেজের অস্থায়ী কর্মচারী । ক'দিন আগে উদয়ন গুহর পারিবারিক অনুষ্ঠানে কলকাতার এক হোটেলে তাঁর সামনেই তাঁকে মিমিক্রি করেন অর্ঘ্যকমল । সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (TMC worker entertaining with mimicry of Udayan Guha infront of Minister) ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST