Panchayat Elections 2023: 'বিরোধীশূন্য' ফলতায় গ্রাম পঞ্চায়েত ও সমিতি 'দখল' তৃণমূলের - বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ার লক্ষ্যে তৃণমূল
বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ৷ আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন । ইতিমধ্যেই শাসক ও বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন । মনোনয়নপত্র জমা প্রক্রিয়ার শেষ হতেই ফলতায় বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস । শনিবার থেকেই সবুজ আবিরে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা । ফলতা ব্লকে পাঁচটি জেলা পরিষদ ৷ তার মধ্য্যে 4টি আসনে বিজেপি ও 1টি আসেন সিপিআই প্রার্থী নির্বাচন করলেও তাঁরা মনোনয়ন পত্র জমা দিতে পারেননি ৷
তৃণমূলের সন্ত্রাসের কারণেই মনোনয়ন পত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ বিরোধীদের । অভিযোগ, বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা করতে না-পারে তার জন্য শাসকদল এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে ৷ এমনকী ব্লক অফিসেও শাসকদলের দুষ্কৃতীরা কয়েকদিন ধরে ঘেরাও করে রেখেছিল । যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ এই প্রসঙ্গেই তৃণমূলরে পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় উন্নয়ন হয়েছে তৃণমূলের জন্য ৷ তাই বিরোধীরা লড়াই করার জন্য প্রার্থী খুঁজে না-পেয়ে শাসকদলের উপর দোষ চাপাচ্ছে । উল্লেখ্য, গত 2018 পঞ্চায়েত নির্বাচনেও ক্ষমতায় এসেছিল তৃণমূল ৷ তারপর থেকেই ফলতা পঞ্চায়েত সমিতি ও ফলতার 15টি গ্রাম পঞ্চায়েত বিরোধীশূন্য।