TMC to Protest in Durgapur : 100 দিনের কাজের টাকার দাবিতে আন্দোলনের প্রস্তুতি দুর্গাপুরে - TMC to Protest in Durgapur against Modi Govt on MGNREGS Project
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে 100 দিনের কাজের টাকার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন (TMC to Protest in Durgapur against Modi Govt on MGNREGS Project) । এই আন্দোলনকে সফল করতেই দুর্গাপুর সিটি সেন্টার-এর সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা ও স্থানীয় তৃণমূল নেতৃত্বদের বৈঠক হয় । বুধবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি বিধান উপাধ্যায়, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক-সহ দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্ব । আগামী 5 ও 6 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রতিটি জায়গায় জায়গায় মিছিল সফল করতেই এ দিনের বৈঠকের আয়োজন করা হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
TMC to Protest in Durgapur