TMC 21 July Rally: হাওড়া স্টেশন থেকে লঞ্চে গঙ্গা পেরিয়ে ধর্মতলায় তৃণমূলের কর্মী-সমর্থকরা - মমতা বন্দ্যোপাধ্য়ায়
প্রতিবছরই একুশে জুলাই শহিদ স্মরণের অনুষ্ঠান থেকে দলের কর্মীদের জন্য বিশেষ বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ভবিষ্যতে কোন পথে তৃণমূল চলবে, তাঁরও রূপরেখা তৈরি করে দেন তিনি ৷ তাই প্রতিবার রাজ্যের বিভিন্ন অংশ থেকে দলে দলে ঘাসফুলের কর্মী-সমর্থকরা ভিড় জমান ধর্মতলায় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ বহু মানুষ সকাল থেকেই এসে উপস্থিত হন হাওড়া স্টেশনে । প্রথমে ট্রেন ও তারপর লঞ্চে করে তাঁরা পৌঁছালেন সমাবেশস্থলে । অনেকে তো বাড়ি থেকেই খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন ৷ যেমন পূর্ব বর্ধমানের কালনা পৌরসভা এলাকার তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ তাঁরা সঙ্গে আনেন মুড়ি, চানাচুর, আম-তেল । লঞ্চে করে যেমন অনেকে গেলেন, তেমনই অনেকে মিছিল করে হাওড়া ব্রিজ ধরে ধর্মতলার দিকে এগিয়ে গিয়েছেন ৷ তার পর তাঁরা ধর্মতলায় বসে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ৷