Governor in Siliguri: গো-ব্যাক স্লোগান দিয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখালো তৃণমূল - রাজ্যপালকে কালো পতাকা তৃণমূলের
Published : Oct 5, 2023, 2:38 PM IST
রাজ্যপালকে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়াল । বৃহস্পতিবার সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । জলপাইগুড়ি জেলায় পরিদর্শন শেষে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে ফিরে যান তিনি । আর সেই গেস্ট হাউসের সামনেই রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেসের 1 নম্বর টাউন কমিটি । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
এদিন মূলত দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব রাজ্যের শাসকদলের মন্ত্রী বিধায়কদের উপর দিল্লি পুলিশের অত্যাচার, 100 দিন ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । রাজ্যপাল ঢুকে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গেট পেরিয়ে গেস্ট হাউসে ঢুকতে যায় । এরপর পুলিশ আটকে দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।
1 নম্বর টাউন কমিটির সভাপতি রামভজন মাহাতো বলেন, "রাজ্যপাল এখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেননি । তিনি রাজনীতি করতে এসেছেন । 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র । কিন্তু তিনি কোনও পদক্ষেপ করছেন না । এজন্য আমরা তাঁকে গো-ব্যাক বলে কালো পতাকা দেখানো হয় ।"
যদিও বিষয়টি নিয়ে রাজ্যপাল জানান, তিনি তৃণমূল কর্মীদের গো-ব্যাক বলাকে সম্মান জানিয়ে ফিরে যাচ্ছেন ৷