পশ্চিমবঙ্গ

west bengal

অমিত শাহর বক্তব্যে ছিল দাঙ্গা সাম্প্রদায়িকতা উস্কানি বললেন সোহম

ETV Bharat / videos

Soham Slams Amit Shah: সাম্প্রদায়িক দাঙ্গা-উস্কানিকতে ভরপুর শাহের বক্তব্য, বীরভূমের পালটা সভায় বললেন সোহম - অমিত শাহর বক্তব্যে ছিল দাঙ্গা

By

Published : Apr 16, 2023, 3:14 PM IST

গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূমের সিউড়িতে সভা করার পর রবিবার পালটা সভা করল তৃণমূল। এদিন সেই সভায় উপস্থিত ছিলেন বীরভূমের কোর কমিটির ন'জন মেম্বার । হাজির ছিলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, কলকাতার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ জেলা নেতৃত্বরা। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সোহম চক্রবর্তী বলেন, "আজ কেষ্ট দা'কে খুবই মিস করছি। আমরা জানি এটা কেবল রাজনৈতিক চক্রান্ত, আর কিছুই না। সুন্দরবন গেলাম, আর রযাল বেঙ্গল টাইগার দেখলাম না, তা হয় না।" অর্থাৎ, বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে দেখতে না পাওয়ায় 'মন খারাপ'-এর কথা শোনালেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

অভিনেতা বিধায়ক জানান, আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রার্থনায় আবার উনি সকলের মধ্যে আসবেন। সেই সঙ্গে অভিভাবক হয়ে আবার বীরভূমকে এগিয়ে নিয়ে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র বীরভূম সফর নিয়ে তিনি বলেন, "বীরভূমের এই লাল মাটির ধুলো উড়িয়ে কীভাবে কালিমালিপ্ত করা যায়, কীভাবে বিভাজন তৈরি করা যায় সেই জন্যই তিনি এখানে আসেন। যদিও আশা করা উচিত না, তবুও আশা করেছিলাম যে যদি কোনও উন্নয়নমূলক কথা শোনা যায় ৷ কিন্তু ওনার বক্তব্যে মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ও উস্কানি ছাড়া আর কিছু ছিল না ৷ " 

ABOUT THE AUTHOR

...view details