TMC MLA Pick Pocket: অভিষেকের সভায় তৃণমূল বিধায়কের পকেট মারল দলেরই কর্মী, ভাইরাল ভিডিয়ো - TMC MLA Pick Pocket Controversy
অভিষেকের জনসভায় ঢোকায় মুখে তৃণমূল বিধায়কের পকেট মারল দলেরই এক কর্মী! পকেটমারির সেই ভিডিয়ো এখন ভাইরাল। তৃণমূল বিধায়কের 12 হাজার টাকা খোয়া গিয়েছে। দলীয় সতীর্থের পকেটমারির ঘটনায় অবাক রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়! জলপাইগুড়ি জনসংযোগ যাত্রায় চালসার ডাব্লুবি টিজিইএ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা শুরুর খানিক আগেই সভাস্থলে প্রবেশের অনুমতি না-পেয়ে চটে যান মেটেলির প্রাক্তন ব্লক সভাপতি সোনা সরকার। তিনি সভায় প্রবেশের মুখে ক্ষোভে চিৎকার জুড়ে দেন ৷ তাঁকে সামাল দিতে আসেন পুলিশ আধিকারিক বিক্রম জিৎ লামা থেকে শুরু করে তৃণমূলের জেলার চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়।
শেষমেশ সোনা সরকারকে বুঝিয়ে অভিষেকের সভায় প্রবেশ করান খগেশ্বরবাবু। সোনা সরকারকে সভায় প্রবেশ করানোর সময় বিধায়কের পকেট মারে দলেরই এক কর্মী। একটু পরেই বিধায়ক দেখেন তাঁর পকেটের 12 হাজার টাকা নেই। খগেশ্বরবাবু জানান, অভিষেকের কর্মসূচি চলাকালীন তিনি বাড়ি যাবেন না তাই নিজের খরচের জন্য এই টাকা এনেছিলেন। কিন্তু এভাবে দলের কর্মী পকেট মারবে তা ভাবতে পারেননি বিধায়ক। ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে । শুধু তাই নয় দলীয় কর্মী খোদ বিধায়কের পকেটমারার ঘটনা যে তৃণমূলকে বিরোধী পক্ষের আক্রমণের মুখে ফেলবে তা বলার অপেক্ষশা রাখে না ।