পশ্চিমবঙ্গ

west bengal

মদন মিত্র

ETV Bharat / videos

'সোনার হরিণ রূপে মারিচ রাক্ষস', শান্তিপুরের রাস উৎসবে বিজেপিকে কটাক্ষ মদনের - রাস উৎসব

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 4:43 PM IST

Madan Mitra Slams BJP: শান্তিপুরের রাস উৎসবে হাজির হয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ তিনি বলেন, "আমি শান্তিপুরবাসীকে একটা কথাই বলব, বিজেপির মায়াজালে মজবেন না ৷ বিজেপি আসলে মরিচ রাক্ষস ৷ ওরা হরিণ সেজে এসেছে ৷ তৃণমূলের নকল করা ছাড়া ওদের আর কোনও কাজ নেই ।"  

নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসব বিশ্ববিখ্যাত ৷ রবিবার থেকে সূচনা হয়েছে এই রাস উৎসবের ৷ আর রাস উৎসবে স্বভাবতই মাতোয়ারা হয়ে উঠেছে শান্তিপুরবাসী। পুজো মণ্ডপ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা । জনজোয়ার শান্তিপুরে । এখানকার নামকরা রামকৃষ্ণ কলোনির রামকৃষ্ণ সংঘের রাস উৎসব 41তম বর্ষে পড়ল ৷ তামিলনাড়ুর আদি যোগীর আদলে মণ্ডপ সজ্জা করেছে তারা ৷  রবিবার সন্ধ্যায় এই পুজো মণ্ডপ উদ্বোধন করতে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র । তাঁকে দেখার জন্য মণ্ডপে উপচে পড়ে ভিড় ৷ এদিন পুজো মণ্ডপ উদ্বোধনের পাশাপাশি 'ওহ লাভলি'-সহ অন্যান্য গান গেয়ে মঞ্চ মাতান মদন ৷ পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কটাক্ষ করেন তিনি । 

ABOUT THE AUTHOR

...view details