Sayantika faces Protests: বাঁকুড়ায় বিক্ষোভের মুখে সায়ন্তিকা, পাইলট কার ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেত্রীর - TMC leader Sayantika Banerjee faced BJP agitation
পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে ৷ শুরু হয়ে গিয়েছে নমিনেশন জমা দেওয়ার পর্ব ৷ তাকে ঘিরেই প্রথম দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার বিভিন্ন প্রান্ত ৷ সোমবার নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়া জেলা। বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের নমিনেশন জমা দিতে বাধা দেওয়া হয়েছে ৷ সেই অভিযোগ তুলে বারে বারে বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে তাঁদের। এদিনও বাঁকুড়া জয়পুরে নমিনেশন দিতে বাধা প্রাপ্ত হওয়ার জেরে পথ অবরোধে সামিল হন বিজেপি নেতা-কর্মীরা ৷ সেই অবরোধের নেতৃত্ব দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার-সহ অন্যান্য নেতৃত্বরা। অভিযোগ, সেই উত্তেজনার কবলে পড়ে অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাইলট কার। এদিন বাঁকুড়া জয়পুরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাইলট কারে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী ৷
তিনি জানান, বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ তখনই উত্তেজিত বিজেপি কর্মীরা তাঁর প্রতি চড়াও হন এবং স্লোগান দিতে থাকেন। উত্তেজিত বিজেপি কর্মীরা তাঁর পাইলট কার ভেঙেছে বলে অভিযোগ সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের। অন্যদিকে, গাড়ি ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ তিনি জানান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে এসে দাদাগিরি করতে এসেছিলেন ৷ তাই তার যোগ্য জবাব দিয়েছেন বিজেপি কর্মীরা ৷