পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

TMC Distributes Water and Food : তাপপ্রবাহে স্বস্তি দিতে জামুড়িয়ার গুড়-বাতাসা বিলি তৃণমূলের - তাপপ্রবাহে সাময়িক স্বস্তি দিতে ঠান্ডা শরবত ও গুড় বাতাসা বিতরণ জামুরিয়ায়

By

Published : Apr 28, 2022, 3:58 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

গরমে হাঁসফাঁস অবস্থা । নাভিশ্বাস ওঠার যোগাড় । ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ (Heat Wave in Paschim Bardhaman) । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । প্রচণ্ড তাপপ্রবাহের থেকে কিছুটা স্বস্তি দিতে জামুড়িয়ার দু'নম্বর জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে সাধারণ যাত্রীদের ঠান্ডা শরবত ও গুড় বাতাসা বিতরণ করলেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা (TMC distributes water and food on National Highway in Jamuria)। তাপপ্রবাহের ফলে জামুড়িয়ার রাস্তা ঘাটে ঠান্ডা পানীয়র দোকানে ভিড়ও দেখা যায় । কেউ ঠান্ডা শরবত, কেউ আবার ডাবের জল, আখের রস খাচ্ছেন । এই গরম থেকে সাময়িক রেহাই পেতেই অনেকে ঠান্ডা পানীয় খেয়ে স্বস্তি নিচ্ছেন ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details