Pregnant Woman Injured: আক্রান্ত অন্তঃসত্ত্বাকে দেখতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর - অন্তঃসত্ত্বাকে দেখতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে
বাঁশবেড়িয়ায় অন্তঃসত্ত্বাকে পেটে লাথি মারার ঘটনায় তৃণমূল কাউন্সিলরকে ধরে বিক্ষোভ বিজেপির (TMC councilor faces BJP protest) । শনিবার চুঁচুড়া হাসপাতালে তাঁকে দেখতে যান মিনতি ধর ৷ অন্তঃসত্ত্বা সঙ্গীতা বিশ্বাসকে প্রতিবেশি এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। বাবা জগন্নাথ দাস বিজেপির বুথ সভাপতি । সেই কারণে আগে থেকেই রাগ ছিল তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাখল দাসের বলে অভিযোগ । গতকাল জলের কল নিয়ে ঘটনার সূত্রপাত । তারপর জগন্নাথের মেয়ে ও তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । পরিস্থিতি এমন জায়গায় যায় যে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করতে হয় তাঁদের (Pregnant Woman Injured) ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST