TMC Factionalism: গোসাবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ! বিজয়া সম্মিলনীতে নেই বিধায়ক - বিধায়ক সুব্রত মণ্ডল
দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) উদ্যোগে বিজয়া সম্মিলনী (Bijaya Sammilani) অনুষ্ঠান হল । ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি সুবিদালী ঢালীর আহবানে গোসোবা বিডিও অফিস মাঠে অনুষ্ঠিত হয় এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান । আর এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল । কিন্তু অনুষ্ঠান মঞ্চে দেখা যায়নি গোসাবা বিধানসভার বিধায়ক (Gosaba MLA) সুব্রত মণ্ডলকে । আর বিধায়ক ছাড়া বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST