পশ্চিমবঙ্গ

west bengal

ব্যালট বাক্সে ঢালা হলো জল

ETV Bharat / videos

Panchayat Elections 2023: তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র রাজারহাট এলাকা, ব্যালট বাক্সে ঢালা হল জল - WB Panchayat Elections 2023

By

Published : Jul 8, 2023, 8:01 PM IST

পঞ্চায়েত ভোট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল রাজারহাট ব্লকের জ্যাংরা-হাতিয়ারা গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ বুথ দখল ঘিরে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের সংঘর্ষ মারাত্মক আকার নেয় ৷ বুথ ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ নগর অভিযান স্পোর্টিং ক্লাবের 266 ও 267 নম্বর বুথে চলে হট্টগোল ৷ তৃণমূলের গুলির পালটা জবাবে ক্ষিপ্ত এলাকাবাসী বুথ রুমে ভাঙচুর চালায় ৷ জল ঢেলে দেওয়া হয় ব্যালট বাক্সে ৷ এলাকার মহিলারা ব্যালট বাক্স ছুড়ে নর্দমায় ফেলে দেন ৷ 

দুই পক্ষের সংঘর্ষে ভোট প্রক্রিয়া পুরোপুরি ব্যাহত হয় ৷ এলাকায় গুলি চলার পাশাপাশি ইটবৃষ্টি পর্যন্ত হয় ৷ স্থানীয়দের অভিযোগ, এক বৃদ্ধের পায়ে গুলি লাগে ৷ এলাকার তৃণমূল প্রার্থী এই হামলা ঘটিয়েছেন বলে দাবি, সিপিআইএম জেলা পরিষদ প্রার্থী পরিমল মিস্ত্রির ৷ তাঁর অভিযোগ তৃণমূল কর্মীরা 4 রাউন্ড গুলি চালিয়েছে। ভোট ঘিরে বাংলার বিভিন্ন জেলায় উত্তাপ সকাল থেকেই ৷ শনিবারের ভোর শুরু হয় হিংসা দিয়েই ৷ যা বেলা বাড়তেই আরও ছড়িয়ে যায় ৷  

ABOUT THE AUTHOR

...view details