পশ্চিমবঙ্গ

west bengal

সাফারিতে বেরনো পর্যটকদের দেখে থাবা বসাতে ছুটে এল বাঘমামা! তারপর...

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 9:42 PM IST

পর্যটকদের দেখে থাবা বসাতে এল বাঘ

Tiger Attack: জিম করবেট ন্যাশনাল পার্ক বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। প্রতিবছর ভারত ও বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক জাতীয় উদ্যানে আসেন বাঘ, চিতাবাঘ, হাতিদের খুব কাছ থেকে দেখতে। তাই মাঝে মাঝে এখানে বন্যপ্রাণীদের আগ্রাসী আচরণের শিকারও হতে দেখা যায় পর্যটকদের। জিম করবেট পার্কের গার্জিয়া ট্যুরিজম জোন সম্প্রতি তেমনই এক দৃশ্যের সাক্ষী রইল। জঙ্গল সাফারিতে গিয়ে ভয় ধরানো অভিজ্ঞতার সাক্ষী থাকলেন তারা। যে ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়, যা এখন ভাইরাল।

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাঘ বন থেকে বেরিয়ে সাফারি পর্যটকদের জিপসি গাড়ি দেখে রেগে লাল হয়ে তেড়ে আসতে উদ্যত হয় ৷ একইসঙ্গে গর্জন করতে থাকে ৷ সেই মুহূর্তে পর্যটকদের ভয়ে নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার জোগাড়। যদিও পরক্ষণেই বাঘটি অন্যদিকে চলে যায় ৷ পরবর্তীতে ভিডিয়োটি সম্পর্কে বন্যপ্রাণ প্রেমী এবং গাইড সঞ্জয় ছামাল বলেন, "ওই দৃশ্যটি করবেট পার্কের গার্জিয়া পর্যটন অঞ্চলের। ওটা বাঘিনী ৷ আক্রমণাত্মক হয়ে সাফারি গাড়ির দিকে ওরা প্রায়ই আসে ৷ আর এটাই স্বাভাবিক। পরেই ওই বন্যপ্রাণীরা ভয় পেয়ে পালিয়ে যায়। 

জিম করবেট জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত ৷ এই উদ্যান 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ৷ তবে ভারতের স্বাধীনতার প্রায় এক দশক পরে 1956 সালে শিকারী এবং প্রকৃতিবিদ জিম করবেটের নামানুসারে এই পার্কের নামকরণ করা হয় করবেট জাতীয় উদ্যান ৷ 

ABOUT THE AUTHOR

...view details