Abhishek Banerjee: আঁটোসাঁটো নিরাপত্তা ! বনকর্মীদের নজরদারি অভিষেকের সভাস্থলে - তৃণমূলের নবজোয়ার কর্মসূচি
পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে 'তৃণমূলের নবজোয়ার কর্মসূচির' আয়োজন করেছে বাংলার শাসক দল ৷ সেই মতো শুক্রবার জলপাইগুড়িতে উপস্থিত থাকছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ সেই সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাটো করা হয়েছে ৷ সভা চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বনকর্মীরাও নজরদারি চালাচ্ছেন জলপাইগুড়ির সভাস্থলে। পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে ৷ উপস্থিত র্যাফ,দমকলবাহিনীর কর্মীরাও ।
সোনাখালি মাজার শরিফ এলাকা মূলত বনাঞ্চল লাগোয়া । এই এলাকায় প্রায়শই হাতির উপদ্রব লক্ষ্য করা যায় । মাঝে মাঝে হাতি উঠে আসে মাজার শরিফ লাগোয়া এশিয়ান হাইওয়েতে । সেকারণেই বন্যপ্রাণীদের উপস্থিতিতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি না ঘটে সেই দিকেই লক্ষ্য রাখছেন বনকর্মীরা ৷ পুলিশ প্রশাসনের সঙ্গে দমকল কর্মী এবং একটি ইঞ্জিন ঘটনাস্থলে রাখা হয়েছে । পুলিশ কুকুর দিয়ে নিরাপ্তত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে । সভাস্থলে উপস্থিত রয়েছেন সোনাখালি এলাকায় ধূপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক শঙ্খদীপ দাস ৷ অভিষেকের এই সভা ঘিরে ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে । কটাক্ষ করেছেন বিজেপির প্রথমসারির একাধিক নেতা ।