বাড়ির পাঁচিলে বাঘমামাকে দেখে চক্ষু ছানাবড়া কর্তার, তারপর কী হল! দেখুন ভিডিয়ো - farmer house
Published : Dec 26, 2023, 1:37 PM IST
|Updated : Dec 26, 2023, 2:36 PM IST
Tiger Spotted Standing on Wall:সত্যজিৎ রায় পরিচালিত 'হীরক রাজার দেশে' ছবিটা নিশ্চই দেখেছেন ৷ সেখানে ওই দৃশ্যটার কথা মনে আছে যেখানে একটি বন্ধ ঘরে ঢুকে গুপি-বাঘা আচমকাই চমকে যান সামনে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে ৷ সামনা সামনি এমন ঘটনা হলে কার না আতঙ্ক লাগে ! সোমবার রাতে এমনই এক ঘটনার সাক্ষী থেকেছেন পিলিভীত কালীনগর এলাকার এক কৃষক ৷ প্রতিদিনের মতো আটকোনা গ্রামের কৃষক শিন্দু সিং রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েন ৷ আচমকা তাঁর ঘুম ভাঙে বাইরে দীর্ঘ সময় ধরে কুকুরের ডাক শুনে ৷ বাইরে আসতেই কৃষকের পিলে চমকে যায় ৷
তিনি দেখতে পান বাড়ির পাঁচিলে দিব্য বসে রয়েছে পূর্ণবয়স্ক একটি বাঘ ৷ ভয়ে তিনি গ্রামের আশেপাশের লোকেদের খবর দেন ৷ বাঘ তাড়ানোর জন্য কেউ মশাল জ্বালান আবার কেউ ছাদ থেকে বাঘের চোখে টর্চের আলো ফেলেন ৷ কিন্তু বাঘকে পাঁচিল থেকে সরানো যায় না ৷ শার্দুল মশাই দিব্য সেখানে বসে কখনও একটু ঘুমিয়ে নিচ্ছেন আবার কখনও ড্যাব ড্যাবে চোখে বাড়তে থাকা ভিড় দেখছে ৷ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একভাবে বাঘটিকে পাঁচিলের বসেই সময় কাটায় ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতরকেও ৷ জানা যায়, 20 কিলোমিটার দূরে পিলিভীত টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে বাঘটি চলে আসে লোকালয়ে ৷ বনবিভাগের তরফ থেকে বাঘটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হয় ৷