Dhupguri Bye Election: ধূপগুড়িতে শান্তিপূর্ণ উপনির্বাচন প্রক্রিয়া, ভোট দিলেন তিন প্রার্থী - CPIM
Published : Sep 5, 2023, 11:35 AM IST
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল, বিজেপি এবং বাম-কংগ্রেস জোটপ্রার্থী ৷ আজ সকালে ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15/79 নং বুথে সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায় ৷ ধূপগুড়ির গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কায়েতের কামাত প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিজেপি প্রার্থী তাপসী রায় ৷ বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের 15/168 নম্বর বুথে সস্ত্রীক ভোট দিতে আসেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায় ৷
ভোট দিয়ে জয় নিয়ে আত্মবিশ্বাসী সবপক্ষই ৷ তবে, শেষ কথা বলবে মানুষের রায় ৷ এমনটাই জানালেন তিন প্রতিদ্বন্দ্বী ৷ এ দিন সকাল 7টা থেকে ধূপগুড়ি বিধানসভার 260টি ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে ৷ প্রতিটি বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ৷ সেই সঙ্গে বুথের বাইরে রাজ্য পুলিশের কর্মীরা মোতায়েন রয়েছেন ৷ সন্ধ্যে সাড়ে 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে ৷ অন্যদিকে, 15/110 ও 15/112 নম্বর পোলিং স্টেশনে মক-পোল শুরু হতেই ইভিএম-এর সমস্যা দেখা দেয় ৷ ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট শুরু করা যায়নি ৷ পরে ইভিএম বদলে অনেক দেরিতে ভোটগ্রহণ শুরু হয় ৷