পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Fake Currency Recovered: লক্ষ টাকার জালনোট-সহ তিন কারবারীকে গ্রেফতার এসটিএফের - তিন কারবারীকে গ্রেফতার এসটিএফের

By

Published : Oct 29, 2022, 3:37 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

99 হাজার 500 টাকার জাল নোট ও 46 হাজার টাকার আসল ভারতীয় নোট-সহ তিনজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) (Three Arrested with Fake Currency in Malda) । ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । জানা গিয়েছে, ধৃতদের নাম রাহুল কুমার (26), বাবুল শেখ (28) ও লালু শেখ (22)। রাহুলের বাড়ি বিহারের মোজাফ্ফরপুরে । বাবুল ও লালু মালদার কালিয়াচকের চরবাবুপুর এলাকার বাসিন্দা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, জালনোট কারবারের এই চক্র মালদার বৈষ্ণবনগর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে । এই চক্রের সঙ্গে বিহারের বেশ কিছু কারবারীও জড়িত রয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জালনোট পাচারচক্রের মূল পাণ্ডাদের খোঁজ পেতে চাইছে মালদা জেলা পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details