পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Temple Donation Box Theft: নবান্নে মজেছে গ্রামবাসী, মল্লারপুরে লক্ষ্মী-মন্দিরের দান বাক্স নিয়ে পালাল দুই চোর!

By

Published : Dec 3, 2022, 9:20 AM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

রাতে প্রাচীন লক্ষ্মী মন্দির থেকে চুরি গেল দান বাক্স ৷ জানা গিয়েছে, দুই দুষ্কৃতী ওই দান বাক্স ভেঙে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার ঘোষ গ্রামে ৷ কথিত আছে হর্ষবর্ধনের আমলে কামদেব ব্রহ্মচারী নামের এক সাধক ঘোষ গ্রামে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন ৷ মন্দিরের গর্ভগৃহে ঢোকার মুখে একটি দান বাক্স ছিল ৷ পুণ্যার্থীরা সেখানে তাঁদের সাধ্যমতো অর্থ দান করেন ৷ 3-4 মাস অন্তর বাক্স খুলে সেই অর্থ মন্দিরের উন্নয়নের জন্য সঞ্চয় করা হত ৷ বৃহস্পতিবার গ্রামে নবান্ন উৎসবে গ্রামবাসীরা সকালে দেবী লক্ষ্মীর পুজো করেন ৷ সন্ধে থেকে গ্রামের দুর্গা মন্দিরে তারস্বরে বাজছিল বক্স । এই সুযোগে দুষ্কৃতীরা মন্দিরের পিছন দিয়ে ঢুকে ভারী দানবাক্স তুলে ভোগ ঘরের কাছে নিয়ে যায় ৷ সেখানে পাথরের শিলনোরা দিয়ে বাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে পালায় দুই দুষ্কৃতী ৷ তবে খুচরো পয়সা নিয়ে যেতে পারেনি তারা । সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে ৷ মন্দিরের সম্পাদক আগমন চন্দ্র মণ্ডল মল্লারপুর থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে (Thieves steal donation box of a temple in Mallarpur Birbhum) ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details