TET Qualified-Police Clash: টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, 'রণক্ষেত্র' বিধাননগর - টেট
টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি ও ধস্তাধস্তির (TET Qualified Police Clash) জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বিধাননগরের (Bidhannagar) পিএনবি মোড় ৷ বুধবার চাকরির দাবিতে একটি মিছিল করেন টেট উত্তীর্ণরা ৷ উল্টোডাঙা থেকে শুরু হওয়া এই মিছিলের গন্তব্য ছিল বিধাননগরের এপিসি ভবন ৷ কিন্তু, তার আগেই পিএনবি মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ চাকরিপ্রার্থীদের রীতিমতো টেনে-হিঁচড়ে বাসে তুলে নিয়ে যান পুলিশকর্মীরা ৷ বিক্ষোভকারীদের বক্তব্য, 2017 সালে টেট-এর ফর্ম পূরণ করেছিলেন তাঁরা ৷ তার ভিত্তিতেই পরবর্তীতে পরীক্ষা নেওয়া হয় ৷ কিন্তু, সেই পরীক্ষায় পাশ করার পর মেধাতালিকায় নাম উঠলেও চাকরি পাননি তাঁরা ৷ নিয়োগের অপেক্ষায় রয়েছেন 9 হাজারেরও বেশি চাকরিপ্রার্থী ৷ এ দিন তাঁদের সকলের হয়েই পথে নামেন আন্দোনকারীরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST