TET Agitation: বিকাশ ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার - বিক্ষোভ
টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অভিযান ঘিরে ধুন্ধুমার বাধল ৷ মঙ্গলবার দুপুরের এই ঘটনা ঘিরে অশান্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার বিধাননগরে অবস্থিত বিকাশ ভবনের সামনের চত্বর ও রাস্তা ৷ পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি ও তর্কাতর্কি শুরু হয়ে যায় ৷ টেনে, হিঁচড়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ ৷ উল্লেখ্য, এদিন দুপুরে 2016 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত করার কথা ছিল সল্টলেকের এসএসসি ভবনের সামনে ৷ উচ্চ প্রাথমিকে চাকরির দাবিতে স্কুল সার্ভিস কমিশনের দফতরে অভিযান চালানোর কথা ছিল তাঁদের ৷ কিন্তু, পুলিশ তৎপর থাকায় সেই কর্মসূচি পালন করা সম্ভব হয়নি ৷ বদলে বিকাশ ভবনের মূল ফটকের সামনের রাস্তায় বসে পড়েন চাকরিপ্রার্থীরা ৷ ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী ৷ আন্দোলনকারীদের রীতিমতো পাঁজাকোলা করে তুলে প্রিজন ভ্য়ানে ওঠানো হয় ৷ সেখান থেকে তাঁদের নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয় ৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁদের যোগ্য সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ এর জন্য রাজ্যের সরকার ও প্রশাসনকেই দায়ী করেছেন তাঁরা ৷