Fire in Bus: কলকাতা-দুমকাগামী বাসে ভয়াবহ আগুন, দেখুন ভিডিয়ো - যাত্রী বোঝাই বাসে আগুন
কলকাতা থেকে দুমকাগামী যাত্রী বোঝাই বাসে ভয়াবহ আগুন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের 2 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রেনেসাঁর কাছে । আগুনে বাসটি ও যাত্রীদের জিনিসপত্র ভষ্মীভূত হয়ে গেলেও যাত্রীরা বাস থেকে মেনে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ দমকলের দু’টি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন লাগার কারণ জানা যায়নি ।
জানা গিয়েছে, রবিবার রাতে কলকাতা থেকে একটা যাত্রীবাহী বাস দুমকা যাচ্ছিল । বর্ধমানের নবাবহাটের কাছে হঠাৎ বাসের একটা টাওয়ারে বিষ্ফোরণ ঘটে । যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের যাবতীয় দ্রব্যসামগ্রী সব পুড়ে ছাই হয়ে যায় । যাত্রীরা দ্রুত বাস থেকে নমে পড়েন ৷ বিহারের মুঙ্গেরের বাসিন্দা রিতেশ জয়সোয়াল বলেন, "রাতে বাসের মধ্যে ঘুমাচ্ছিলাম । হঠাৎ বাসের মধ্যে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে জেগে উঠে দেখি বাসে আগুন জ্বলছে ৷ কয়েকজন সেই আগুন নেভানোর চেষ্টা করছে । তারপরেই টায়ার ফাটার শব্দ পাই । আমরা নেমে আসি। দেখি বাস আগুনে জ্বলতে শুরু করেছে ।"