Tele Medicine Service: জঙ্গল লাগোয়া দুর্গম এলাকার চালু হল টেলি মেডিসিন পরিষেবা - চালু হল টেলি মেডিসিন পরিষেবা
অধিকাংশ সময়েই চিকিৎসার অভাবে মৃত্যু হয় জঙ্গল লাগোয়া দুর্গম এলাকার বাসিন্দাদের ৷ এবার এই সকল এলাকার বাসিন্দাদের জন্য চালু হল টেলি মেডিসিন পরিষেবা (Tele Medicine Service) ৷ রাজ্য সরকারের স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পএবং এইম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই পরিষেবা প্রদান করা হবে। রবিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকায় টেলি মেডিসিন পরিষেবার সূচনা হয়েছে । আপাতত মেটেলি এলাকা এবং তার পার্শ্ববর্তী প্রায় 30-40 কিমি এলাকার বাসিন্দারা এই পরিষেবার সুবিধা পাবেন । এতে রোগীরা তাঁদের ব্লাড প্রেসার-সহ প্রাথমিক তথ্য সংশ্লিষ্ট পোর্টালে তুলতে পারবেন । এইমস, পিজি-সহ বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল কলেজের চিকিৎসক দ্বারা এই পরিষেবা দেওয়া হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST