Dead Body Recovered: বন্ধুদের সঙ্গে স্নানে নেমে বিপত্তি, অজয়ের জল থেকে উদ্ধার কিশোরের দেহ - অজয়ের জল থেকে উদ্ধার মৃত ছাত্রের দেহ
অজয়ের জলে তলিয়ে মৃত্যু ইলামবাজারের যুবকের (Teenage Dead Body Recovered from Ajay River)। কাঁকসার বনকাটির নারকেলডাঙ্গা ঘাটে বন্ধুদের সাথে স্নানে নেমে তলিয়ে যাওয়া যুবকের নাম সৈয়দ আব্দুল আজিম ৷ বয়স মাত্র 18 বছর ৷ বৃহস্পতিবার সকালে কাঁকসা থানার পুলিশ এবং উদ্ধারকারী দল যৌথভাবে অজয়ের জল থেকে যুবকের নিথর দেহ উদ্ধার করে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ আব্দুল আজিম ইলামবাজার কলেজের প্রথম বর্ষের ছাত্র বলে জানায় তার পরিবার ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
Death Body Recover