পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Mahalaya 2022: কুলিক নদীর খরমুজা ও বন্দর ঘাটে তর্পণ এলাকাবাসীর - খরমুজা ও বন্দর ঘাটে তর্পণ এলাকাবাসীর

By

Published : Sep 25, 2022, 8:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

"তর্পন কথাটির অর্থ তৃপ্তি"। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার শুভক্ষণে পরলোকগত আত্মারা একত্রে উপস্থিত হন (Mahalaya 2022)। মহালয়ার চোদ্দ দিন আগে থেকে শুরু হয় পিতৃপক্ষ। মহালয়ার দিন পিতৃপক্ষের শেষদিন, এরপরই শুরু দেবীপক্ষ। পিতৃপক্ষের শেষদিন অর্থাৎ মহালয়ার পুন্যলগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে বেশীরভাগ মানুষ জলদান করে থাকেন স্বর্গীয়দের আত্মার শান্তি কামনায়। রায়গঞ্জের কুলিক নদীর খরমুজা ঘাটে ও বন্দর ঘাটে এদিন বহু মানুষ তিল জলদানের মাধ্যমে তর্পণ করলেন তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details