Tarapith Temple in Shravana 2023: শ্রাবণের দ্বিতীয় সোমবারের প্রাক্কালে উপচে পড়া ভিড় তারাপীঠ মন্দিরে - শ্রাবণ মাস
চলছে শ্রাবণ মাস ৷ এই মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলা হয় । হিন্দু ধর্ম মতে এই মাসের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করে থাকেন ভক্তরা। স্বভাবতই শ্রাবণ মাসে শিব মন্দিরগুলিতে ভিড় উপচে পড়ে ৷ শ্রাবণের দ্বিতীয় সোমবারের আগে শিব মন্দিরের পাশাপাশি এবার তারাপীঠ মন্দিরেও ভক্তদের উপচে পড়া ভিড় ৷ অধিকাংশ ভক্তদের দেখা গেল দেওঘরের বৈদনাথ শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার পর তাঁরা তারাপীঠের মন্দির দর্শনে আসছেন ৷ তারাপীঠ মন্দিরের পূর্ব দিকেও আছে একটি শিব মন্দির ৷ সেখানে শিব লিঙ্গের মাথায় জল ঢালতে ভিড় জমেছে ভক্তদের ৷ ফলে মন্দিরেও তিলধারণের জায়গা নেই ৷
এই প্রসঙ্গেই তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "এই পবিত্র মাসে ভক্তরা বিভিন্ন জায়গা শিব মন্দিরে জল ঢেলে মায়ের দর্শনে তারাপীঠে আসছেন । তারাপীঠে একটি লজ ফাঁকা নেই। উপচে পড়েছে ভিড়। প্রতিদিন ভক্তদের ঢল নামছে মন্দিরে, তাই অনেক রাত্রি পর্যন্ত দেবী দর্শনের জন্য মন্দির খোলা থাকছে ।" প্রসঙ্গত, ভক্তরা মনে করেন ভক্তিভরে এই মাসে শিবের পুজো করলে দুঃখ-দুর্দশা দূর হয় ও কেটে যায় বাধা-বিপত্তি ৷ তিনটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গে জল ঢাললে মহাদিদেব সন্তুষ্ট হন বলেও কথিত রয়েছে ৷