পশ্চিমবঙ্গ

west bengal

জয়ের পর ইটিভি ভারতের মুখোমুখি তৃণমূল নেতা তপন দাশগুপ্ত

ETV Bharat / videos

Panchayat Elections Results 2023: ' নির্দল নয়, ভোট হয়েছে তৃণমূলের প্রতীকে', জয়ের পর মন্তব্য তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তের - bengal election results

By

Published : Jul 11, 2023, 5:43 PM IST

মঙ্গলবার চলছে বাংলার পঞ্চায়েত নির্বাচনের গণনা ৷ জেলার অনেক জায়গায় এগিয়ে রয়েছে শাসক শিবির তৃণমূল ৷ হুগলির সপ্তগ্রাম বিধানসভা, চুঁচুড়া, ধনেখালি সব জায়গায় জয়ী হয়ছে তৃণমূল কংগ্রেস ৷ বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত বর্ষীয়ান তৃণমূল নেতা তপন দাশগুপ্ত ৷ বিধায়ক আলিনগরের তৃণমূল পার্টি অফিস থেকে এদিন বলেন, "বিজেপির তরফে নোংরামি করা হচ্ছে। গত লোকসভা বিধানসভা নির্বাচনে আমরা বিজয় মিছিল করিনি। এবারে আমাদের কর্মীরা সব জায়গায় বিজয় মিছিল করবে। সপ্তগ্রাম বিধানসভায় বিজেপি-সিপিএম সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এবারে রাজনীতিতে দুর্বলরাই কোর্টে যাচ্ছে। সবলরা লড়াই করছে। এখনও পর্যন্ত রাজনৈতিকভাবে শাসকদলের কর্মীরা বেশি খুন হয়েছেন। তাহলে বোঝাই যাচ্ছে সন্ত্রাস কারা করেছে। আমি 12 বছর জেলা সভাপতি ছিলাম। কর্মীদের বলতাম, বিরোধী দলের লোকেদের কোনও আক্রমণ না-করতে। কিন্তু এবারে যা দেখছি, আমি বারণ করলেও কেউ আর শুনবে না। এবারে তৃণমূলের সিম্বলে ভোট হয়েছে, নির্দলের নয়। সমস্ত জায়গায় আমরা পঞ্চায়েত নির্বাচনে জয়ী হব। গোঘাট, পুরশুড়া, খানাকুল এবং আরামবাগে বেশ কয়েকটি পঞ্চায়েত আমাদের হাতছাড়া হলেও গোটা জেলা আমাদের দখলেই থাকবে।" প্রসঙ্গত, পোলবার আলিনগরে সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্তকে ধরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ ইট ছোড়ারও অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

ABOUT THE AUTHOR

...view details