Suvendu Adhikari: 'পুলিশকে পা ধরে ক্ষমা চাইতে হবে', হুঁশিয়ারি শুভেন্দুর - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
এবার পুলিশকে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী ৷ পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটায় ভারতীয় জনপূজক সংঘের শ্যামাপুজো (Kali Puja) উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা । এ দিন এখান থেকেই শুভেন্দু পুলিশকে হুঁশিয়ারি (Suvendu Adhikari threats police) দিয়ে বলেন, শুনে রাখুন যে হাত দিয়ে স্বপন দাসের কানে মেরেছেন সেই হাত দিয়ে আমি স্বপন দাসের পা না ধরাতে পারলে, আমার নাম শুভেন্দু অধিকারী নয় । আমি এটা প্রকাশ্য স্থানে মায়ের মূর্তিকে সাক্ষী রেখে বলে গেলাম ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST