Suvendu Adhikari: দেশবিরোধী শক্তিকে মদত দেন, সঙ্গে ফান্ডিং করেন মমতা; মন্তব্য শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য দেশবিরোধী শক্তিকে মদত দেন, ফান্ডিং করেন।' সোমবার বিকেলে শক্তিপুরে রাজনৈতিক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু মনে করিয়ে দেন, বিধানসভা ভোটের আগে সামশেরগঞ্জে পিএফআই সমর্থকরা জলপাই রঙের পোশাক পরে মার্চ করেছিলেন। তিনি আরও জানান, মুর্শিদাবাদের অধিকাংশ মুসলিম মানুষকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন। তাঁরা রাষ্ট্রবাদী। নরেন্দ্র মোদি সবসময় বলেন, সবকা সাথ সবকা বিকাশ। সাম্প্রদায়িক যদি কেউ হয় তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুর্শিদাবাদের পুলিশ কিছু করতে পারে না। হাত গুটিয়ে থাকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST