Suvendu Adhikari: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশে বাধা পেলে কী করতে হবে ? কর্মীদের বার্তা শুভেন্দুর - পঞ্চায়েত ভোটে রিগিং রোখা হবে কীভাবে
পঞ্চায়েত ভোটে বেনিয়ম রুখতে বিজেপি কর্মীদের দাওয়াই দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari gives advise to party workers for Panchayat Election)। উত্তর 24 পরগনার দত্তপুকুরে আমডাঙা বিধানসভার একটি দলীয় সভায় মঙ্গলবার যোগ দিতে যান এই বিজেপি নেতা ৷ মঞ্চে দাঁড়িয়ে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্বুদ্ধ করতে বেশকিছু দাওয়াই দেন শুভেন্দু। তিনি বলেন,"পঞ্চায়েত ভোটে মনোনয়ন দিতে না দিলে কোনওরকম গণ্ডগোলে জড়াবেন না ৷ মনোনয়ন জমা করানোর দায়িত্ব আমার । কীভাবে পঞ্চায়েতের মনোনয়ন দাখিল করতে হয় তা শুভেন্দু অধিকারী ভালো করে জানে । প্রয়োজনে কোর্টের মাধ্যমে অনলাইনে মনোনয়ন দাখিলের ব্যবস্থা করা হবে ।"
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST