Suvendu Adhikari: 'ডিসেম্বরের পরে এই সরকার চলবে না, চলতে দেওয়া হবে না', হুংকার শুভেন্দুর - সরকারের সমালোচনায় সরব শুভেন্দু অধিকারী
একাধিক ইস্যুতে শুক্রবার তৃণমূল সরকারের সমালোচনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari Criticises WB Govt)৷ নবান্ন অভিযানের দিন পূর্ব মেদিনীপুর জেলার 41 নম্বর জাতীয় সড়কে সোনাপেত্যা টোলপ্লাজার কাছে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে তমলুক সংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে শুক্রবার টোলপ্লাজা থেকে রাধামণি বাজার পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় । মিছিলে পা মেলান রাজ্যের শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। মিছিল শেষে একটি পথসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি সরকারকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ করেন ৷ সেখানেই তিনি জানান, ডিসেম্বর মাসের পর আর এই সরকার চলবে না । সরকারকে চলতে দেওয়া হবে না ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST