পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Suprakash Giri challenged Suvendu Adhikari: শুভেন্দু গড়ে অভিষেকের সভার প্রাক্কালে বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ সুপ্রকাশের - শুভেন্দু গড়ে অভিষেকের সভা

By

Published : Dec 2, 2022, 5:32 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

আগামিকাল শান্তিকুঞ্জ থেকে 100 মিটার দূরে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । এই সভা ঘিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করেছিলেন। সেই সব কিছু তোয়াক্কা না-করেই হাইকোর্টের নির্দেশে আগামিকাল কাঁথি পিকে কলেজ ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে । তার আগে এদিন রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলার সভাপতি ও কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, "কোর্টে গিয়ে যারা রাজনৈতিক সভা বন্ধ করার চেষ্টা করছেন। এটা থেকে প্রমাণ হয়, তিনি রাজনৈতিকভাবে দিশাহারা হয়ে গিয়েছেন। তিনি রাজনৈতিকভাবে জমি হারিয়ে ফেলেছেন।" এরপর তৃণমূলের এই যুব নেতা শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ ছুঁড়ে জানান, চ্যালেঞ্জ করতে হলে মাঠে আসুন (Suprakash Giri challenged Suvendu Adhikari in Paschim Medinipur)।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details