Cyclone Sitrang: আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, তিনদিন বন্ধ সুন্দরবন - ঘূর্ণিঝড় সিত্রাং
ঘূর্ণিঝড় সিত্রাং-এর (Cyclone Sitrang) জন্য আপাতত তিন দিন বন্ধ রাখা হচ্ছে সুন্দরবনের জঙ্গল । মরশুমের প্রথমে জঙ্গল খোলার পর ঝড়ের জন্য তিন দিন বন্ধ থাকার কারণে যথেষ্ট সমস্যার মুখে পড়েছেন ব্যবসায়ীরা । অক্টোবরের 24, 25 ও 26 এই তিন দিন বন্ধ থাকবে সুন্দরবনের সমস্ত জঙ্গল সাফারি (Sundarbans closed for three days) । সজনেখালি, সুধন্যখালি-সহ বাকি পর্যটনকেন্দ্রগুলিও বন্ধ থাকার কারণেই আপাতত ঢুকতে দেওয়া হবে না পর্যটকদেরকে । ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র এবং চিড়িয়াখানাও আপাতত বন্ধ। ইতিমধ্যেই শুরু হয়েছে পর্যটকদের ফেরানোর কাজ । নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন পর্যটন এলাকাগুলিতেও ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST