Sukanta Majumdar: ফের একবার তৃণমূল সরকারকে কটাক্ষ সুকান্ত'র - ডিজিটাল প্লাটফর্ম
পুরুলিয়ার ঝালদায় দলীয় জনসভায় যোগ দিতে এসে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবার পুরুলিয়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিজেপি কর্মীদের সঙ্গে বৈমাত্রেয় সুলভ আচরণ করা বা আবাস যোজনা প্রকল্পে নাম কেটে দেওয়া এইসব আর বেশিদিন চলবে না। খুব তাড়াতাড়ি এই সরকার বিদায় নেবে। এছাড়াও রাজ্যে বোমা উদ্ধার নিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বোমা এখন শিল্প। মাটি ফুঁড়ে বোমা বের হচ্ছে । কেন্দ্রের দুয়ারে সরকার প্রকল্পে স্বীকৃতি নিয়ে সুকান্ত মজুমদার জানান, দুয়ারে সরকারকে কোনও স্বীকৃতি দেওয়া হয়নি। ডিজিটাল প্লাটফর্মকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে কেউ কিছু পাননি। 500 টাকা আর 28 টাকার মদ ছাড়া। সব চোর ধরা পড়বে। আবাস যোজনা (Awas Yojana Scam) নিয়ে অভিযোগ দেখতে আরও কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে বলেও তিনি জানান ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST