Sukanta Slams Mamata: তৃণমূল পাকিস্তানপ্রেমীদের সরকার চালাচ্ছে, ধূপগুড়ি থেকে তোপ সুকান্তর - বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
Published : Aug 28, 2023, 9:25 PM IST
"যখন সার্জিক্যাল স্ট্রাইক হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ চেয়েছিলেন ৷ কারণ তৃণমূল পাকিস্তানপ্রেমী সরকার। ইমরান খানের বোন মনে হচ্ছিল তখন মমতাকে ।" সোমবার ধূপগুড়ি ব্লকের গাদং 1 নং গ্রাম পঞ্চায়েতের পল্লী উন্নয়ন ক্লাবের মাঠে একটি জনসভা করতে এসে এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
তিনি আরও বলেন, "চন্দ্রযান ৩ চাঁদে সফলভাবে অবতরণ করেছে । ইসরোয় কর্মরত কৌশিক নাগ জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করেছে । নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা বিশ্ব আজ চর্চিত । অথচ মিজোরামে নির্মীয়মান রেলব্রিজ ভেঙে রাজ্যের 18 জন শ্রমিকের মৃত্যু হল । এই বাংলার ছেলেরা পেটের দায়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল ভিনরাজ্যে। কারণ এই রাজ্যে শিল্প নেই, চাকরি নেই ।"
সুকান্ত বলেন, "এগিয়ে বাংলা এগিয়ে বাংলা বলতে বলতে এই বাংলাকে এগিয়ে হ্যাংলা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী । আর কেন্দ্রের কাছে শুধু টাকা দাও, টাকা দাও । সেই টাকা পেয়ে গেল তা আবার বান্ধবীর বাড়িতে লুকোয় । আবার দেশী বান্ধবী হচ্ছে না রাশিয়ান বান্ধবী দরকার ।"