Sukanta Majumdar: মুখ্যমন্ত্রী ‘স্পিড ব্রেকার’, কটাক্ষ সুকান্ত মজুমদারের
যতদিন পশ্চিমবঙ্গে স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন এই রাজ্যে রেলের কোনও প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। বারাসত মেট্রো প্রকল্পের কাজ ধীর গতিতে চলায় এভাবেই মমতা বন্দোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Criticises Mamata Bamerjee) ৷ বৃহস্পতিবার বিজেপি সদর দফতর থেকে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‘রাজ্য সরকারের জমি নীতির যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততক্ষণ বারাসাত মেট্রো প্রকল্প-সহ রেলের বিভিন্ন প্রকল্পের কাজ বছরের পর বছর ধরে থমকেই থাকবে । আগে তৃণমূল সরকার সুস্পষ্ট জমি নীতি সামনে নিয়ে আসুক । তারপর তো রেলের প্রকল্পে গতি আসার প্রশ্ন! জমি জটের কারণেই রেলের প্রকল্প সময়মতো শেষ হয় না । বিভিন্ন প্রকল্পের কাজ শেষ হতে বছরের পর বছর লেগে যায় ৷’’
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST