পশ্চিমবঙ্গ

west bengal

পুরুলিয়ায় দলীয় সভায় সুকান্ত মজুমদার

ETV Bharat / videos

Sukanta Slams Bengal Police: পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো কাজ করলে অশোক স্তম্ভটা খুলে হাওয়াই চটি লাগিয়ে আসবেন: সুকান্ত - সুকান্ত মজুমদার

By

Published : Feb 21, 2023, 10:46 AM IST

"নিরপেক্ষভাবে কাজ করলে সম্মান পাবেন । আর যদি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করতে আসেন তাহলে মাথার টুপিতে অশোক স্তম্ভটা খুলে রেখে হাওয়াই চটি লাগিয়ে আসবেন । আমরা হাওয়াই চটির কীভাবে ব্যবস্থা করতে হয় জানি । কিন্তু নিরপেক্ষ থাকুন আমাদের থেকে সম্মান পাবেন । পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি দখল করবে । শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি আসব । একসঙ্গে সবাই মিলে পাত পেড়ে খিচুড়ি খাব ।" পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে দুর্নীতির বিরুদ্ধে বিজেপির সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সোমবার এভাবেই পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Criticise Bengal Police)। এদিন 100 দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রবিবার পুরুলিয়া জেলার চার জায়গা থেকে নীতি যাত্রা মিছিল শুরু করে বিজেপি । বলরামপুর, ঝালদা, রঘুনাথপুর এবং হুড়া থেকে শুরু হওয়া এই নীতি যাত্রা কর্মসূচি সোমবার শেষ হয় পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে । সেখানেই একটি পথসভা করে স্থানীয় বিজেপি । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । এছাড়াও ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা, জেলার বিধায়ক ও অন্যান্য নেতাকর্মী সমর্থকরা ।

ABOUT THE AUTHOR

...view details