পশ্চিমবঙ্গ

west bengal

Tribute to Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা, প্রথম মৃত্যু বার্ষিকীতে স্যান্ড আর্ট সুদর্শন পট্টনায়কের

By

Published : Feb 6, 2023, 11:16 AM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

প্রথম মৃত্যু বার্ষিকীতে স্যান্ড আর্ট সুদর্শন পট্টনায়কের

আজ ফের এককবার বালুকাবেলায় বালি নিয়ে (Sand Art) স্থাপত্য তুলে ধরলেন ওড়িশার আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পী সুদর্শন পট্টনায়ক (Sudarsan Pattnaik)। উৎসব থেকে শুরু করে ইভেন্ট বা বিশিষ্টদের জন্মদিন এবং মৃত্যুদিনে বালি দিয়ে মূর্তি গড়ে আলাদা মাত্রা যোগ করেন তিনি। 2022 সালের 6 ফেব্রুয়ারি, দেশজুড়ে সরস্বতী বন্দনার আবহেই বিদায় নিয়েছিলেন 'সুরের সরস্বতী' লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। আজ থেকে ঠিক এক বছর আগে এইদিন সকালে থেমে যায় মহাজীবন । প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক তাঁর মতো করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্থাপত্যের মাধ্যমে (Sudarshan Patnaik Pay Tribute)। পুরীর সমুদ্র সৈকতে 6 ফুট উঁচু বালির ভাস্কর্য তৈরি করেছেন ৷ (Pay Tribute to Lata Mangeshkar Through Sand Art)। এই বালুশিল্পে লতা মঙ্গেশকরের একটি প্রতিরূপ এবং গ্রামোফোনের প্রতিরূপ পাওয়া গিয়েছে। সঙ্গে সুদর্শন পট্টনায়ক স্যান্ড আর্টে লিখেছেন 'মেরি আওয়াজ হি পেহচান হ্যায়'। সেই সঙ্গে ছবি সহ টুইট বার্তায় তিনি লিখেছেন, আজ কিংবদন্তি গায়িকা ভারতরত্ন লতা মঙ্গেশকরজিকে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছি। এই বালুশিল্প দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়েছিল পুরীর সৈকতে। পাশপাশি পর্যটকরা এই আর্ট ক্যামেরাবন্দিও করেন ৷ 

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details