পশ্চিমবঙ্গ

west bengal

সমুদ্র সৈকতে বালি ভাস্কর্য

ETV Bharat / videos

বালি ভাস্কর্যে সিল্কিয়ারা টানেল, আটকে পড়া শ্রমিকদের জন্য প্রার্থনা সুদর্শন পট্টনায়েকের - আটকে পড়া শ্রমিকদের পার্থনায় সমুদ্র সৈকতে ভাস্কর্য

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 1:24 PM IST

Sudarshan Patnaik Made Sand Art: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে আটকে রয়েছেন 41 জন শ্রমিক ৷ এই দুর্ঘটনার প্রায় 11 দিন অতিক্রান্ত ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ ৷ এরমধ্যে আর্ন্তজাতিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছছেন ৷ 

এই আটকে থাকা শ্রমিকদের কথা ভেবে পুরীর সমুদ্র সৈকতে সিল্কিয়ারা টানেল ফুটিয়ে তুললেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ বালির মধ্যেই ফুটিয়ে তুলেছেন প্রভু জগন্নাথ দেবের একটি প্রতিকৃতি ৷ সেখানেই আটকে থাকা শ্রমিকদের নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করেছেন শিল্পী ৷ তিনি প্রভু জগন্নাথ দেবের কাছে প্রাথর্না করে একটি বার্তা দিয়েছেন ৷ বালিতে লিখেছেন, প্রভু জগন্নাথ যেন অন্ধকার দূর করে আলোর দিশা দেখান সকলকে ৷ 

শ্রমিকদের মনোবল বাড়াতে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে প্রতিনিয়ত ৷ সোমবার দিনই টানেলে ছ‘ব্যসের একটি পাইপ বসানো হয়েছে ৷ এই টানেলের মধ্য় দিয়েই আটকে থাকা শ্রমিকদের কাছ পাঠানো হয়েছে খিচুড়ি, ভেজ পোলাও এবং পনির ৷ পাঠানো হয়েছে ফল ও খাবার জল ৷ আটকে পড়া সকল শ্রমিকরা ভালো আছেন বলেও জানা গিয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details