পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Uttar Dinajpur Durga Puja 2022: রায়গঞ্জে পুজোর চমক, সুদর্শনপুর দুর্গোৎসব কমিটির ভাবনায় এবার একটুকরো ‘রাজস্থান’

By

Published : Sep 8, 2022, 7:43 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জের বাসিন্দারা এবার পুজোয় খুব সহজেই সফর করতে পারবেন রাজস্থানে (Raiganj Durga Puja)। কারণ এবার পুজোয় মরুরাজ্যের সংস্কৃতি এবং আবহের মেলবন্ধনে একটুকরো রাজস্থান তুলে আনতে উদ্যোগী হয়েছে রায়গঞ্জের অন্যতম সেরা পুজো কমিটি সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বিগত দুবছর অতিমারি করোনা আবহ কাটিয়ে বাঙালি এবার উৎসবমুখর। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় তাই এবার শহরের মানুষকে অনন্য এক উপহার দিতে চলেছে সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (Sudarsanpur Durgotsav Committee)। 73তম বর্ষে আকর্ষণ হিসেবে মণ্ডপজুড়ে থাকছে রাজস্থানী সৃষ্টি-কৃষ্টি ও সংস্কৃতি। বালুরঘাটের শিল্পীদের দ্বারা নির্মিত হচ্ছে সুবিশাল রাজস্থানী প্যালেসের আদলে পুজো মণ্ডপ। মৃন্ময়ীর মূর্তিতেও থাকছে রাজস্থানী ঘরানা (Rajasthani Culuture in Raiganj Durga Puja)।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details