Diwali 2022: 4 হাজারেরও বেশি মাটির প্রদীপ ও 6 টন বালিতে কালী প্রতিমা বানালেন সুদর্শন
দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ দিয়ে বালিতে দেবী কালীর ভাস্কর্য বানিয়ে ফের তাক লাগালেন ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক(Sudarsan Pattnaik Creates Sand Sculpture of Goddess Kali on Diwali)৷ পুরীর সৈকতে এই ভাস্কর্যটি তৈরিতে 4 হাজারেরও বেশি মাটির প্রদীপ ব্যবহার করা হয়েছে(Diwali 2022)৷ 6 টন বালি দিয়ে 5 ফুট উচ্চতায় এই ভাস্কর্যটি বানানো হয়েছে ৷ কালী প্রতিমাটি তৈরি করতে শিল্পী পট্টনায়েক 5 ঘণ্টা সময় নেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST