Sand Art: কোনারকের 50টি চাকায় নরেন্দ্র মোদির জন্মদিন ও বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা বালুশিল্পে - বালুশিল্প
Published : Sep 17, 2023, 12:36 PM IST
আজ নরেন্দ্র মোদির 73তম জন্মদিন ৷ বালুশিল্পের মধ্যে দিয়ে 17 সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ওড়িশার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ তাঁর বালির প্রতিকৃতির নিচে লিখেছেন 'হ্যাপি বার্থডে মোদি জী' ৷ একইসঙ্গে তিনি বিশ্বকর্মা পুজোর আগাম শুভেচ্ছাও জানান ওই বালুশিল্পের মধ্যেই ৷ বালুশিল্পের মধ্যে দিয়ে তিনি ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ প্রার্থনা করেছেন ৷ পুরীর নীলাদ্রি সৈকতে তিনি এই সুন্দর বালুশিল্প তৈরি করেন ৷ যা দেখতে ভিড় জমিয়েছিলেন পর্যটকরা ৷
জি20 সম্মেলনে কেন্দ্রীয় সরকার ওড়িশার ঐতিহ্যবাহী কোনারকের চাকা বিশ্ববাজারে এনেছে ৷ তাই মোদির জন্মদিনে বালিশিল্পে 50টি কোনারকের চাকা তৈরি করেছেন সুদর্শন ৷ এর মধ্যে দিয়ে শিল্পী দেশের গৌরব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেছেন ৷ স্বাধীন ভারতে জন্ম নেওয়া নরেন্দ্র মোদিই প্রথম ব্যক্তি যিনি এই দেশেরই প্রধানমন্ত্রী ৷ মাত্র চার বছর বয়সে তিনি আরএসএসে যোগ দেন ৷ 2001 থেকে 2014 সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন ৷ তারপর 2014 সালেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷