পশ্চিমবঙ্গ

west bengal

Virat Kohli Birthday

ETV Bharat / videos

Virat Kohli Birthday: জন্মদিনে 'বিরাট সম্মান', কোহলিকে পুরীর সমুদ্রতটে ফুটিয়ে তুললেন সুদর্শন, দেখুন ভিডিয়ো - বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 12:46 PM IST

আজ 5 নভেম্বর ৷ ভারতের চেজ মাস্টার বিরাট কোহলির জন্মদিন আজ ৷ 35 বছরে পা দিলেন কিং কোহলি ৷ আর এদিন অর্থাৎ রবিবারই ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন তিনি। সেই ম্যাচের দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। জন্মদিন উপলক্ষ্যে পুরীর নীলাদ্রি সৈকতে বালি দিয়ে কিং কোহলির ভাস্কর্য তৈরি করেছেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ তাক লাগানো শিল্পকর্মে ফের একবার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে আদায় করলেন ভালোবাসা ও কুর্নিশ। 'বিরাট সম্মান' শিল্পকর্ম এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

এদিন বিরাটের অবয়ব বানানোর পাশাপাশি একটি স্টেডিয়ামের রেপ্লিকাও তৈরি করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে স্টেডিয়ামটি বল ও ব্যাট দিয়ে সজ্জিত। বালু শিল্পী পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক তাঁর ভাস্কর্যের মাধ্যমে বিরাট কোহলির 35তম জন্মদিনে জগন্নাথদেবের কাছে প্রার্থনাও করেছেন ৷ কয়েকদিন আগে 5000টি লেবু দিয়ে দেবী দুর্গাকে তাঁর বালি ভাস্কর্যে ফুটিয়ে তুলেছিলেন ৷ 

শিল্পী সুদর্শন পট্টনায়েক তাঁর এই ভাবনাকে ফুটিয়ে তুলতে কর্ণাটকের বিজাপুরে দেবী দুর্গার ওই বালির ভাস্কর্য তৈরি করেছিলেন ৷ বরাবরই বিশেষ দিনে বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে তৈরি করেন তার তাক লাগানো শিল্পকর্ম। তা দেখতে প্রচুর সংখ্যক পর্যটক ভিড় জমান ৷ 

ABOUT THE AUTHOR

...view details