পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

KIFF 2022: চলচ্চিত্র উৎসবে সুচন্দ্রা ভানিয়ার 'সূর্পণখার আগমন' - Director Suchandraa Vaaniya

By

Published : Dec 18, 2022, 6:57 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

রামায়ণের অন্যতম চরিত্র সূর্পণখাকে কেন্দ্র করে পরিচালক সুচন্দ্রা ভানিয়া বানিয়েছেন স্বল্প সময়ের ছবি 'সূর্পণখার আগমন' । লঙ্কাধিপতি রাবণের বোন সূর্পণখা আদতে রাজকুমারী হলেও কাব‍্যে তিনি উপেক্ষিতা । বাল্মীকির বর্ণনায় তিনি কুৎসিত । এই উপেক্ষিতা চরিত্রের ক্ষোভ, যন্ত্রণা, বিষাদের কথা বলবে 'সূর্পণখার আগমন'। উঠে এসেছে সম্পূর্ণ অন‍্য মেরুতে অবস্থান করা কাব‍্য-নায়িকা সীতার সঙ্গে সূর্পণখার মুখোমুখি কথোপকথনও । ছবিটি এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2022) 16 ডিসেম্বর দেখানো হয়েছে । যা দেখে প্রশংসা করেছেন অনেকেই । এরপর 18 ডিসেম্বর বাংলা অ্যাকাডেমিতে দুপুর 2 টোয় এবং 22 ডিসেম্বর শিশির মঞ্চে বিকেল 4টেয় । ছবি ঘিরে নিজেদের অভিজ্ঞতার কথা ইটিভি ভারতকে জানালেন পরিচালক তথা প্রযোজক সুচন্দ্রা ভানিয়া এবং সহ পরিচালক তথা গবেষক চন্দ্রোদয় পাল (Suchandraa Vaaniya Film Surpanakhar Agomon is Screening in KIFF 2022)।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details