Accident CCTV Footage: নিরাপদ দূরত্বে থাকা সত্ত্বেও ধাক্কা মেরে পড়ুয়াদের উড়িয়ে দিল গাড়ি, আশঙ্কাজনক 3 - Accident CCTV Footage
পড়ুয়ারা নিরাপদ দূরত্বেই রাস্তার ধার দিয়ে যাচ্ছিল সাইকেল নিয়ে ৷ হঠাৎ একটি দ্রুত গতির গাড়ি এসে ধাক্কা মেরে ছিটকে ফেলে দেয় তাদের(Accident CCTV Footage)৷ গুরুতর আহত 3 পড়ুয়া ৷ রবিবার ঘটনাটি ঘটেছে ওড়িশা গঞ্জাম জেলার পুরুষোত্তম থানা এলাকায়(Students Critical after Being hit by Speeding Car)৷ ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST