পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Student protest in Digha: সরকারি স্কুলের শিক্ষকদের কাছেই টিউশন পড়তে চেয়ে পড়ুয়াদের পথ অবরোধ - দিঘায় অবরোধ পড়ুয়াদের

By

Published : Jul 18, 2022, 9:07 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের ৷ এইদিন দিঘা সংলগ্ন এলাকার প্রায় 5-6টি স্কুলের ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে(Student protest to get private tuition from Govt school teacher in Digha) । তাদের দাবি, বিদ্যালয় শিক্ষকদের প্রাইভেট টিউশনের জন্য সরকারকে অনুমতি দিতে হবে । নির্দেশ অনুযায়ী, কোনওভাবে সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না । তাই সরকারের এমন সিদ্ধান্তে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা স্কুলের স্বল্প সময়ের পড়ানোর মধ্যে সিলেভাস শেষ করার ক্ষেত্রে চরম অসুবিধায় পড়বে বলে মনে করছেন । তাই সোমবার জাতীয় সড়ক অবরোধ করে তারা । এই ঘটনার জেরে ওড়িশা, দিঘা এবং কলকাতাগামী গাড়ি ও যাত্রীরা চরম বিপাকে পড়ে ৷ খবর পেয়ে দিঘা মোহনা থানার পুলিশ এসে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সরিয়ে দেয় ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details