Visva Bharati University: বিশ্বভারতীর উপাচার্য বিজেপির দালাল ও ছাত্র বিরোধী, কটাক্ষ টিএমসিপি নেতা সুদীপ রাহার - বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) চলছে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ ৷ সোমবার অবস্থান মঞ্চে আসেন তৃণমূলের ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা ৷ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তিনি 'বিজেপির দালাল' বলে কটাক্ষ করেন ৷ পাশাপাশি, পূর্বপল্লীতে উপাচার্যের বাসভবন পূর্বিতার সামনে গিয়ে নিরাপত্তারক্ষীদের কার্যত হুঁশিয়ারি দেন এই তৃণমূল ছাত্র নেতা (TMCP Leader Sudip Raha) ৷ তাঁর কথায়, এই উপাচার্য ছাত্র বিরোধী । উনি বিজেপির দালাল । তাই এবিভিপি নিয়ে কোন কথা বলেন না ৷ তাহলে নরেন্দ্র মোদি হাত তাঁর মাথার হাত থেকে সরে যাবে । আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ ছাত্রকে ভর্তি না-নেওয়া, ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে না দেওয়া-সহ একাধিক দাবিতে উপাচার্যের বাড়ির সামনে মঞ্চ বেঁধে 13 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা (student protest in Visva Bharati University) ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST