Firearms Recovered: ডানকুনি থেকে আগ্নেয়াস্ত্র-সহ দু'জনকে গ্রেফতার করল এসটিএফ - STF
শনিবার রাতে মুর্শিদাবাদগামী বাস থেকে আগ্নেয়াস্ত্র-সহ দু'জনকে গ্রেফতার করেন এসটিএফ অফিসাররা (STF)। ধৃতদের কাছ থেকে পাঁচটি ইম্প্রোভাইজড অস্ত্র ও একটি রাইফেল-সহ আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার হয় (STF Arrests 2 Accused with Firearms)। জানা গিয়েছে অস্ত্রগুলি পটনা, বিহার থেকে নিয়ে আসা হচ্ছিল । পরে মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার কথা ছিল। ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র কেনা-বেচার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। কার কাছে এই অস্ত্র বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা অফিসাররা। সূত্রের খবর, ধৃত মিনারুল শেখ ও মাশাদুল মণ্ডল দু'জনেই মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST