পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

DG Officials Discusses Mao Issue: মাও ইস্যু নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা ডিজির - Officials Discusses Mao Issue

By

Published : Apr 17, 2022, 9:15 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

শনিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম পুলিশ জেলায় বৈঠকের পর রবিবার সড়ক পথে বাঁকুড়া পৌঁছান ডিজি মনোজ মালব্য। এদিন দুপুরে বাঁকুড়া পুলিশ সুপারের দফতরে এসে পৌঁছান তিনি (Officials Discusses Mao Issue)। এখান থেকে বিষ্ণুপুর থানার নবনির্মিত ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন ডিজি মনোজ মালব্য। ডিজির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিংহ, ডিআইজি (বাঁকুড়া) সুনীল চৌধুরী প্রমুখ। উদ্বোধন পর্বের পর তিনি বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ অন্যান্য জেলার পুলিশ আধিকারিক, জেলার ওসি ও আইসিদের নিয়ে বৈঠকে যোগ দেন। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো বাঁকুড়াতেও মূলত মাও প্রভাবিত পাঁচ জেলার সাম্প্রতিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও মাওবাদীদের গতিবিধি সংক্রান্ত আলোচনা চলে বৈঠকে ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details